২০০৬ সালে ডব্লিউবিসিএস/WBCS এর আসা ইতিহাস বিষয়ের প্রশ্ন ও উত্তর পঞ্চম পর্বে ১০টি নীচে দেওয়া হলো এবং এইসব ইতিহাসের প্রশ্ন ও উত্তর থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন।
👉 লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল❓(WBCS PRE 2006)
১. 1908
২. 1914
৩. 1916
৪. 1920
📝 সঠিক উত্তর- 1916 (বিঃদ্রঃ- কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল)।
👉 হিন্দু মেলা আয়োজন করেছিলেন কে❓(WBCS PRE 2006)
১. স্বামী বিবেকানন্দ
২. নব গোপাল মিত্র
৩. স্বামী দয়ানন্দ সরস্বতী
৪. কেশব চন্দ্র সেন
📝 সঠিক উত্তর- ২. নব গোপাল মিত্র।
👉 We shall make the settled fact unsettled কে বলেছিলেন❓(WBCS PRE 2006)
১. মহাত্মা গান্ধী
২. লর্ড কার্জন
৩. সুরেন্দ্রনাথ ব্যানার্জি
৪. বালগঙ্গাধর তিলক
📝 সঠিক উত্তর- ৩. সুরেন্দ্রনাথ ব্যানার্জি।
👉 ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতি ছিলেন❓(WBCS PRE 2006)
১. উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়
২. দাদাভাই নওরোজি
৩. ফিরোজ শাহ মেহেতা
৪. বদরুদ্দীন তায়েবজি
📝সঠিক উত্তর- ২. দাদাভাই নওরোজি (১৮৮৬ সালে)। (বিঃদ্রঃ- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিল ১৮৮৫ সালে)
👉 কবে বঙ্গভঙ্গ রদ হয়েছিল❓(WBCS PRE 2006)
১. 1905
২. 1906
৩. 1909
৪. 1911
📝সঠিক উত্তর- ৪. 1911 (বিঃদ্রঃ- বঙ্গভঙ্গ শুরু হয়েছিল 1905 সালে এবং আবার 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লী স্থানান্তর করা হয়েছিল)
👉 গদর পার্টি কোথায় অনুষ্ঠিত হয়েছিল❓(WBCS PRE 2006)
১. সানফ্রান্সিসকো
২. লাহোর
৩. ওয়াশিংটন
৪. অমৃতসর
📝 সঠিক উত্তর- ১. সানফ্রান্সিসকো।
👉 লাইফ ডিভাইন কে রচনা করেছিলেন❓(WBCS PRE 2006)
১. ভগিনী নিবেদিতা
২. অরবিন্দ ঘোষ
৩. কেশব চন্দ্র সেন
৪. স্বামী বিবেকানন্দ
📝 সঠিক উত্তর- ২. অরবিন্দ ঘোষ।
👉 আলেকজান্ডার কত দিন ভারতে ছিলেন❓(WBCS PRE 2006)
১. 16 মাস
২. 19 মাস
৩. 20 মাস
৪. 24 মাস
📝 সঠিক উত্তর- ২. 19 মাস। (বিঃদ্রঃ- 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল)
👉 ফুতুহ উস সালাতিন গ্রন্থের রচয়িতা কে❓(WBCS PRE 2006)
১. বতুতা
২. ইসামী
৩. বরণী
৪. নাসরু
📝 সঠিক উত্তর- ২. ইসামী।
👉 নরসিংহ সালুভ কোথাকার শাসনকর্তা ছিলেন❓(WBCS PRE 2006)
১. বরিষা
২. কঙ্কন
৩. চন্দ্রগিরি
৪. উদয়নগর
📝 সঠিক উত্তর- ৩. চন্দ্রগিরি।
সম্পর্কিত বিষয়
- WBCS বিগত 2006 সালের আসা ইতিহাসের প্রশ্ন উত্তর (পর্ব-১)
- বিগত ২০০৬ সালের WBCS এর ইতিহাসের প্রশ্ন ও উত্তর- পর্ব ২
- বিগত ২০০৬ সালের WBCS এর ইতিহাসের প্রশ্ন ও উত্তর- (পর্ব ৩)
- বিগত ২০০৬ সালের WBCS এর ইতিহাসের প্রশ্ন ও উত্তর- (পর্ব ৪)
🙇♂️আপনার গুরুত্বপূর্ণ সময় এই ওয়েবসাইটকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য।🙏
........