wbcs এর সিলেবাস (ইতিহাসে) PDF

ডব্লিউবিসিএস/WBCS এর ইতিহাসের সিলেবাসটা নিচে বিস্তারিত ভাবে দেওয়া হলো, যাতে আপনি WBCS পরিক্ষার ইতিহাস বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য সহজ হয় এবং আপনার বুঝতে সুবিধা হয় যে, ইতিহাসের কোন কোন বিষয়ের উপর আপনাকে বিশেষ করে প্রস্তুতি নিতে হবে।

wbcs এর সিলেবাস (ইতিহাসে)


👉 WBCS এ ইতিহাসের সর্বমোট কতোগুলো প্রশ্ন আসে ❓

National Movement এবং Indian History থেকে ২৫ ও ২৫ করে মোট ৫০টি প্রশ্ন আসে। আপনাকে ভালো রেজাল্ট করতে হলে সর্বমোট ৫০টি প্রশ্নের মধ্যে ৪৫টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।


সিলেবাস

প্রাচীন ভারতের ইতিহাস

👉মেহেরগড় ও সিন্ধু সভ্যতা।
👉বৈদিক সভ্যতা।
👉প্রতিবাদী ধর্ম আন্দোলন।
👉ভারতীয় রাজতন্ত্রের প্রাদেশিক উত্থান - ষোড়শ মহাজনপদ।
👉মৌর্য সাম্রাজ্য।
👉সঙ্গম যুগ।
👉মৌর্য পরবর্তী ভারত।
👉গুপ্ত সাম্রাজ্য।

মধ্যযুগের ইতিহাস

👉আদি মধ্যযুগ (পাল, সেন, রাষ্ট্রকূট, চোল)।
👉দিল্লী সালতানাত।
👉বিজয়নগর সাম্রাজ্য।
👉মুঘল সাম্রাজ্য।
👉মারাঠা সাম্রাজ্য।
👉মধ্যযুগের ভারতে ধর্মীয় আন্দোলন।
👉প্রাদেশিক রাজ্যসমূহ (বাংলা, গুজরাট, জৌনপুরের স্বাধীন রাজবংশ)
👉গুপ্তের এর ভারত

ভারতীয় স্বাধীনতা সংগ্রাম

👉অষ্টাদশ শতকে ভারতের ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার।
👉ব্রিটিশ ভারতের প্রশাসনিক ব্যবস্থা।
👉ভারতের গভর্নর, গভর্নর জেনারেল।
👉উপজাতি বিদ্রোহ ও কৃষক বিদ্রোহ।
👉আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা ও মুদ্রণ শিল্পের বিকাশ।
👉১৮৫৭ সালের মহাবিদ্রোহ।
👉উনিশ শতকের ভারতের সমাজ সংস্কার আন্দোলন।
👉স্বাধীনতা সংগ্রামের প্রথম পর্যায়।
👉স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় পর্যায়।
👉স্বাধীনতা সংগ্রামের তৃতীয় পর্যায়।
👉স্বাধীনতা সংগ্রামের চতুর্থ পর্যায়।

🌐 wbcs এর সিলেবাস (ইতিহাসে) PDF টি ডাউনলোড - Click here..
 
🌐 wbcs এর ইংরেজি ভার্সনের সিলেবাস (ইতিহাসে) PDF টি ডাউনলোড - Click here.

🙇‍♂️আপনার গুরুত্বপূর্ণ সময় এই ওয়েবসাইটকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য। সহযোগিতায় নবারুণ সাহা(Click here)সুমন মোহন্ত (Click here)🙏

.........................


👉 Join Our Whatsapp Group- Click here 🙋‍♂️

    
  
  
    👉 Join our Facebook Group- Click here 🙋‍♂️
  


  

   
  
  
    👉 Like our Facebook Page- Click here 🙋‍♂️

    👉 Online Moke Test- Click here 📝📖 

    
  
           

 Join Telegram... Family Members
  
     
                
                






টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য









ইমেইলের মাধ্যমে ইতিহাস সম্পর্কিত নতুন আপডেটগুলি পান(please check your Gmail box after subscribe)

নতুন আপডেট গুলির জন্য নিজের ইমেইলের ঠিকানা লিখুন:

Delivered by FeedBurner