👉 দক্ষিণ ভারতে আর্য সভ্যতার বিস্তার ঘটে কোন ঋষি ❓
১. বাল্মিকী
২. বিশ্বামিত্র
৩. বশিষ্ট
৪. অগস্ত্য
📝সঠিক উত্তর- ৪. অগস্ত্য।
👉 "সংস্কৃতির সঙ্গে গ্রীক ল্যাটিন প্রভৃতি ভাষার সাদৃশ্য থাকায় এগুলির ভাষাগত উৎস একই" - এই উক্তিটি কার ছিল❓
১. উইলিয়াম জোন্স
২. ম্যাক্সমুলার
৩. পেনকা
৪. এডওয়ার্ড মেয়ার
📝সঠিক উত্তর- ১. উইলিয়াম জোন্স। (বিঃদ্রঃ- স্যার উইলিয়াম জোন্স 1786 খ্রিস্টাব্দে তাঁর এশিয়াটিক সোসাইটি বক্তৃতামালায় এই বিষয়টি সুস্পষ্ট ভাবে তুলে ধরেছেন। কিন্তু এর আগে ষোড়শ শতকের শেষের দিকে ভারতে আগত ফিলিপ্প সসেটি নামে বণিক এক বণিক সংস্কৃত ভাষার সঙ্গে অন্যান্য ভাষার যে মিল রয়েছে- তার উল্লেখ করেছেন।)
👉 ঋক বৈদিক যুগে যুদ্ধের দেবতা কাকে বলা হয়❓(SLST 2016 XI-XII)
১. বরুণ
২. সূর্য
৩. মরুৎ
৪. ইন্দ্র
📝সঠিক উত্তর- ৪. ইন্দ্র। (বিঃদ্রঃ- ইন্দ্রকে ঋক বৈদিক যুগের সর্ব শ্রেষ্ঠ দেবতা বলা হয় এবং ঋকবেদে তাঁর নামে নিবেদিত হয়েছে ২৫০টি স্তোত্র এবং তাঁকে পুরন্দর (দূর্গ ধ্বংসকারী), বৃত্রঘ্ন (বৃত্রাশূর বধকারী) প্রভৃতি বলা হয়ে থাকে।
👉 ঐতিহাসিক ব্র্যান্ডেনস্টানের মতানুসারে আর্যদের আদি বাসভূমি কোথায় উল্লেখ করেছেন❓
১. পোল্যান্ড থেকে মধ্য এশিয়া
২. উত্তর মেরু অঞ্চল
৩. হাঙ্গেরি সমতল ভূমি
৪. উত্তর পর্বতের দক্ষিণে অবস্থিত কিরঘিজ তৃণভূমি
📝সঠিক উত্তর- ৪. উত্তর পর্বতের দক্ষিণে অবস্থিত কিরঘিজ তৃণভূমি। (বিঃদ্রঃ- আর্যদের আদি বাসভূমি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে, কিন্তু ঐতিহাসিক ব্র্যান্ডেনস্টানের এই মতকে অনেক গবেষক মান্যতা দিয়েছেন।)
👉 গায়ত্রী মন্ত্র কে রচনা করেছিলেন❓
১. বশিষ্ট
২. পরীক্ষিৎ
৩. বাল্মিকী
৪. বিশ্বামিত্র
📝 সঠিক উত্তর- ৪. বিশ্বামিত্র। (বিঃদ্রঃ- আমাদের মনে রাখতে হবে যে, ঋকবেদের তৃতীয় মন্ডলে সূর্যের দেবী সাবিত্রীর এই মন্ত্রটি নিবেদিত করা হয়েছে।)
👉 ঋকবেদে যে প্রথম মন্ডলটি লেখা হয়েছিল, সেটি হল -
১. প্রথম মন্ডল
২. দ্বিতীয় মন্ডল
৩. তৃতীয় মন্ডল
৪. দশম মন্ডল
📝সঠিক উত্তর- ২. দ্বিতীয় মন্ডল। (বিঃদ্রঃ- প্রথম ও দ্বিতীয় মন্ডলটি সর্বশেষে সংযোজিত হয়েছিল বলে মনে করা হয়।)
👉 ঋকবেদে রাভি বা ইরাবতী নদী কি নামে খ্যাত ছিল❓
১. বিতস্তা
২. আসিকিনি
৩. পুরুষ্ণী
৪. শুতুদ্রী
📝সঠিক উত্তর- ৩. পুরুষ্ণী। (বিঃদ্রঃ- আমাদের মনে রাখতে হবে যে, সিন্ধু নদীর পাঁচটি শাখা ছিল এবং ঋকবেদে সেগুলি- বিতস্তা ছিল ঝিলম, চেনাব/চন্দ্রভাগা ছিল আসিকিনি, বিয়াস ছিল বিপাসা, রাভি/ইরাবতী ছিল পুরুষ্ণী, সাতলেজ/শতদ্রু ছিল শুতুদ্রী নামে পরিচিত ছিল।)
👉 বৈদিক সাহিত্যে সর্বাপেক্ষা কোন নদীর উল্লেখ পাওয়া যায়❓
১. সরস্বতী
২. গঙ্গা
৩. যমুনা
৪. সিন্ধু
📝সঠিক উত্তর- ৪. সিন্ধু। (বিঃদ্রঃ- আমাদেরকে মনে রাখতে হবে যে, সরস্বতী নদীকে ঋকবেদে সবচেয়ে মহৎ নদী বলে উল্লেখ করা হয়েছে এবং একে নদী মাতা বলা হয়ে থাকে। সেইভাবে গঙ্গার নদীকে একবার এবং যমুনা নদীকে তিনবার ঋকবেদে উল্লেখ করা হয়েছে।)
👉 কোন বেদের দুটি ভাগ কৃষ্ণ ও শুক্ল আছে❓
১. ঋকবেদ
২. সামবেদ
৩. অথর্ববেদ
৪. যজুর্বেদ
📝সঠিক উত্তর- ৪. যজুর্বেদ। (বিঃদ্রঃ- আমাদের মনে রাখতে হবে যজুর্বেদে যজ্ঞের বলিদানের কথা উল্লেখ রয়েছে, কৃষ্ণ যজুর্বেদে গদ্যে রচিত আছে এবং শুক্ল যজুর্বেদ গদ্য ও পদ্য রচিত আছে।)
👉 ঋকবেদে কতগুলি স্তোত্র আছে ❓
১. 1017 টি
২. 1028 টি
৩. 1117 টি
৪. 1128 টি
📝সঠিক উত্তর- ২. 1028 টি। (বিঃদ্রঃ- ঋকবেদে এই স্তোত্র গুলিকে নিয়ে দশটি মন্ডল বা শাখায় বিভক্ত হয়েছে।)
🙇♂️আপনার গুরুত্বপূর্ণ সময় এই ওয়েবসাইটকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য।🙏
........