২০০৬ সালে WBCS এর আসা ইতিহাসের প্রশ্ন ও উত্তর - পর্ব ২

২০০৬ সালে WBCS এর আসা ইতিহাস বিষয়ের প্রশ্ন ও উত্তর দ্বিতীয় পর্বে ১০টি নীচে দেওয়া হলো, এইসব প্রশ্ন ও উত্তর থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন।

২০০৬ সালে WBCS এর আসা ইতিহাসের প্রশ্ন ও উত্তর - পর্ব ২

👉 রেগুলেটিং আইন কে পাস করেছিল❓(WBCS PRE 2006)

১. বেঙ্গল কাউন্সেলিং

২. ব্রিটিশ পার্লামেন্ট

৩. প্রিভি কাউন্সিল

৪. কোম্পানি সরকার

📝 সঠিক উত্তর- ২. ব্রিটিশ পার্লামেন্ট।


👉 সিন্ধু সভ্যতা কে কি বলা হয়❓(WBCS PRE 2006)

১. গ্রাম ভিত্তিক সভ্যতা

২. শহর ভিত্তিক সভ্যতা

৩. প্রস্তর যুগীয় সভ্যতা

৪. লৌহ যুগীয় সভ্যতা

📝 সঠিক উত্তর- ২. শহর ভিত্তিক সভ্যতা।


👉 রাজতরঙ্গিনী লেখক কে ছিলেন❓(WBCS PRE 2006)

১. সন্ধ্যাকর নন্দী

২. কলহন

৩. ললিতাদিত্য

৪. ভেক্টটেশ

📝 সঠিক উত্তর- ২. কলহন।


👉 ইংরেজ শাসিত ভারতবর্ষের কলকাতা কোন সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল❓(WBCS PRE 2006)

১. 1909

২. 1910

৩. 1911

৪. 1912

📝 সঠিক উত্তর- ৩. 1911


👉 দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন❓(WBCS PRE 2006)

১. জয়চাঁদ

২. দৌলত খাঁ

৩. হিমু

৪. আব্দুল লোহানী

📝 সঠিক উত্তর- ৩. হিমু।


👉 বাবরনামা গ্রন্থের রচয়িতা কে ছিলেন❓(WBCS PRE 2006)

১. আবুল ফজল   

২. আফিফ

৩. ফেরদৌসী

৪. বাবর

📝 সঠিক উত্তর- ৪. বাবর।


👉 মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করেন❓(WBCS PRE 2006)

১. অক্টোবর 1946

২. নভেম্বর 1946

৩. ডিসেম্বর 1946

৪. জানুয়ারি 1946

📝 সঠিক উত্তর- ১. অক্টোবর 1946।


👉 সাইমন কমিশন কে কিসের জন্য নিযুক্ত করা হয়েছিল❓(WBCS PRE 2006)

১. ভারতীয় সংবিধান সংস্কারের জন্য

২. শিক্ষা সংস্কারের জন্য

৩. প্রশাসনিক সংস্কারের জন্য

৪. কারা সংস্কারের জন্য

📝 সঠিক উত্তর- ১. ভারতীয় সংবিধান সংস্কারের জন্য।


👉 প্রথম পানিপথের যুদ্ধ কবে ঘটেছিল❓(WBCS PRE 2006)

১. 1565

২. 1556

৩. 1540

৪. 1526

📝 সঠিক উত্তর- ৪. 1526


👉 প্রথম বাংলা ভাগ কত সালে হয়েছিল❓(WBCS PRE 2006)

১. 1900

২. 1902

৩. 1905

৪. 1907

📝 সঠিক উত্তর- ৩. 1905


সম্পর্কিত বিষয়ে

🙇‍♂️আপনার গুরুত্বপূর্ণ সময় এই ওয়েবসাইটকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য।🙏

........ 

👉 Join Our Whatsapp Group- Click here 🙋‍♂️

    
  
  
    👉 Join our Facebook Group- Click here 🙋‍♂️
  


  

   
  
  
    👉 Like our Facebook Page- Click here 🙋‍♂️

    👉 Online Moke Test- Click here 📝📖 

    
  
           

 Join Telegram... Family Members
  
     
                
                






টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য









ইমেইলের মাধ্যমে ইতিহাস সম্পর্কিত নতুন আপডেটগুলি পান(please check your Gmail box after subscribe)

নতুন আপডেট গুলির জন্য নিজের ইমেইলের ঠিকানা লিখুন:

Delivered by FeedBurner