কম্পিটিটিভ এক্সাম - পর্ব-১ (ইতিহাস)

বিগত সালের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা ইতিহাসের প্রশ্ন উত্তরগুলো আপনাদের সামনে পর্ব হিসেবে উপস্থাপন করা হলো, যাতে আপনি কম্পিটিটিভ এক্সামে প্রস্তুতি নিতে সুবিধা হবে। এই প্রথম পর্বের ইতিহাসের প্রশ্নগুলো নীচের দিকে Click here বটামে ক্লিক করে এর PDFটি ডাউনলোড করতে পারবেন।

কম্পিটিটিভ এক্সাম - পর্ব-১ (ইতিহাস)


👉 পাল বংশ কোথায় রাজত্ব করেছিল❓(WBP 2018)

১. দিল্লি   

২. মহারাষ্ট্র

৩. মধ্যপ্রদেশ

৪. বিহার

📝সঠিক উত্তর- ৩. মধ্যপ্রদেশ।


👉 দিল্লির প্রাচীন নাম কি ছিল❓(WBP 2018)

১. অযোধ্যা 

২. গয়া

৩. ইন্দ্রপ্রস্থ

৪. পাটলিপুত্র

📝সঠিক উত্তর- ৩. ইন্দ্রপ্রস্থ।


👉 ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেছিল❓(WBP 2018)

১. রাজবিহারী বোস

২. সুভাষচন্দ্র বসু

৩. চিত্তরঞ্জন দাস

৪. সূর্য সেন

📝সঠিক উত্তর- ৪. সূর্য সেন


👉 সম্রাট আকবর কোন জায়গাকে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরজা নির্মাণ করেছিলেন❓(WBP 2018)

১. দাক্ষিণাত্য  

২. গুজরাট

৩. বাংলা

৪. বিহার

📝সঠিক উত্তর- ২. গুজরাট।


👉 আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে❓(WBP 2018)

১. রাজা রামমোহন রায়

২. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর

৩. চিত্তরঞ্জন দাস

৪ মতিলাল নেহেরু

📝সঠিক উত্তর- ১. রাজা রামমোহন রায়।


👉 অজন্তা গুহাচিত্র গুলি কোন সময়কার❓(WBP 2018)

১. পাল বংশ  

২. মৌর্য বংশ

৩. গুপ্ত বংশ

৪. রাষ্ট্রকূট বংশ 

📝সঠিক উত্তর- ২. মৌর্য বংশ।


👉 কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিল❓(WBP 2018)

১. ক্ষুদিরাম বসু

২. পুলিন

৩. বারীন্দ্র কুমার ঘোষ

৪. কেশব চন্দ্র সেন

📝সঠিক উত্তর- ২. পুলিন


👉 ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়❓(WBP 2018)

১. দ্বিতীয় চন্দ্রগুপ্ত  

২. স্কন্দগুপ্ত

৩. প্রথম চন্দ্রগুপ্ত 

৪. সমুদ্র গুপ্ত

📝সঠিক উত্তর- ৪. সমুদ্র গুপ্ত।


👉 বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন❓(WBP SI' 2018)

১. প্রফুল্ল চাকী 

২. বিনয় কুমার ঘোষ

৩. যতী বোস

৪. রাজবিহারী বোস

📝সঠিক উত্তর- ১. প্রফুল্ল চাকী।


👉  কোন আইনের জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড হয়েছিল❓(WBP SI' 2018)

১. রাওলাট অ্যাক্ট

২. অস্ত্র আইন

৩. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট

৪. জন নিরাপত্তা আইন

📝সঠিক উত্তর- ১. রাওলাট অ্যাক্ট।


🌐 প্রথম পর্বের PDFটি ডাউনলোড করুন- Click here.


🙇‍♂️আপনার গুরুত্বপূর্ণ সময় এই ওয়েবসাইটকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য🙏

........ 


👉 Join Our Whatsapp Group- Click here 🙋‍♂️

    
  
  
    👉 Join our Facebook Group- Click here 🙋‍♂️
  


  

   
  
  
    👉 Like our Facebook Page- Click here 🙋‍♂️

    👉 Online Moke Test- Click here 📝📖 

    
  
           

 Join Telegram... Family Members
  
     
                
                






টেলিগ্রামে যোগ দিন ... পরিবারের সদস্য









ইমেইলের মাধ্যমে ইতিহাস সম্পর্কিত নতুন আপডেটগুলি পান(please check your Gmail box after subscribe)

নতুন আপডেট গুলির জন্য নিজের ইমেইলের ঠিকানা লিখুন:

Delivered by FeedBurner